ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ভুতুড়ে বিদ্যুত বিল ॥ অভিযোগেও প্রতিকার মেলেনি

প্রকাশিত: ২৩:৪৪, ৯ আগস্ট ২০২০

গাইবান্ধায় ভুতুড়ে বিদ্যুত বিল ॥ অভিযোগেও প্রতিকার মেলেনি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ আগস্ট ॥ গাইবান্ধা বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নেসকো লিঃ ভুতরে বিদ্যুত বিল প্রদান করে মাসের পর মাস সদর উপজেলার তিন মাইল টেঙ্গরজানি গ্রামের বিদ্যুত গ্রাহক ছলিম উদ্দিনকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে বলে এক অভিযোগে জানা গেছে। এ বিষয়ে ২০১৯ সালের ২ অক্টোবর নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নেসকো লিঃ বরাবরে একাধিকবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। উপরন্তু আবাসিক ও বাণিজ্যিক দুটি বিদ্যুত লাইনেরও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এতে বিদ্যুত না থাকায় তার বসতবাড়িতে পরিবার-পরিজন নিয়ে অন্ধকারেই দিনাতিপাত করতে হচ্ছে। আবার ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ না থাকায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে এখন উক্ত গ্রাহক মানবেতর জীবন যাপন করছেন এবং দুর্ভোগ পোহাচ্ছেন। লিখিত অভিযোগে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার টেঙ্গরজানি গ্রামের মৃত আফছার আলী সরকারের পুত্র ছলিম উদ্দিন সেলিমের নামে আবাসিক ৮৫৪০৬৪ ও বাণিজ্যিক ০০০০৩ নামে দুটি বিদ্যুত সংযোগ মিটার রয়েছে। কিন্তু বাণিজ্যিক মিটারটির ডিসপ্লে হঠাৎ করে সাদা হয়ে যায়। এ বিষয়ে অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যুত বিভাগ প্রতিমাসে মনগড়াভাবে পূর্বের বিলের চেয়ে অতিরিক্ত বিল অসামঞ্জস্য বিল করতে থাকে। এ বিষয়ে বারবার অভিযোগ জানালেও এর প্রতিকার না করে উল্টো ওই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সম্প্রতি বিদ্যুত অফিসের কর্মচারী দালালরা ওই মিটার দুটি পুনরায় চালু করার নামে বেআইনীভাবে মোটা অঙ্কের উৎকোচ দাবি করছে।
×