ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:৪২, ৯ আগস্ট ২০২০

পিরোজপুরে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৮ আগস্ট ॥ নেছারাবাদ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কামারকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটির একজনের নাম মোঃ সাইমুুন (৫)। সে গ্রামে দেলোয়ার মিয়ার ছেলে এবং অপরজন মুন্নি একই গ্রামের রুহুল আমীনের মেয়ে। দুপুরে খেলার ছলে বাড়ির সামনে খালের মধ্য পানিতে পড়ে গেছে। প্রতিবেশী মোঃ জিয়া আহম্মেদ জানান, শনিবার দুপুরের দিকে শিশু মুন্নির পিতা রুহুল আমীন ও তিনি (জিয়া) বাড়ির সামনে দোকানে বসা ছিলেন। পরে রুহুল আমীন বাড়ি গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এমন সময় অপর একটি শিশু জানায়, মুন্নি ও সাইমুনকে সে কামারকাঠি গার্লস স্কুলের খালে দেখেছে। নীলফামারীতে শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, মারুফ হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ শনিবার বেলা ১১টায় কিশোরীগঞ্জে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের পুকুর হতে উদ্ধার করা হয়েছে। শিশুটি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা যায়, আগের দিন শুক্রবার একই গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন দুপুর হতে শিশুটি নিখোঁজ হয়
×