ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে কুতুবদিয়ার খাদ্যগুদাম কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০০:০২, ৩১ জুলাই ২০২০

অবশেষে কুতুবদিয়ার খাদ্যগুদাম কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে দুদকের জালে আটকা পড়েছে কুতুবদিয়া উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ পাল চৌধুরী। দুদকের একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার জেলা খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে রাত ১০টায় তাকে আটক করেছে। এর আগে তার বিরুদ্ধে সরকারী গুদামে রক্ষিত চাল আত্মসাতের অভিযোগে মামলা রুজু হয়েছে। দুদকের একটি দল কৌশলে তাকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করেছে। কুতুবদিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা তিন বছর ধরে গোপনে বিভিন্ন প্রকল্পের সরকারী চাল আত্মসাত করে আসছিল। ঈদ-উল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করার জন্য চেয়ারম্যানগণ খাদ্যগুদামে যোগাযোগ করলে পলাশ পালের হদিস না পাওয়ায় ইউএনওকে অবহিত করেন। এ বিষয়ে জেলা খাদ্যগুদাম কর্মকর্তা আপিফ আল মাহমুদ ভূঁইয়া বাদী হয়ে পলাশ পাল চৌধুরী, পণ্য পরিবহন ঠিকাদার কক্সবাজারের হিমায়ন সী ফুডসের স্বত্বাধিকারী দিলরুবা ও কক্সবাজার মোহনা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সেলিম রেজা ও নাইটগার্ডসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন কুতুবদিয়া থানায়। থানা থেকে এজাহারটি দুদকে পাঠানো হলে চট্টগ্রামের দুদক কর্মকর্তাগণ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পালাশ পালকে গ্রেফতার করতে সক্ষম হয়। (পূর্ববর্তী খবর 11 -এর পাতায়)
×