ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাস লাইনে বিস্ফোরণ

দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেল শিশু জান্নাত

প্রকাশিত: ২৩:৪২, ২৬ জুলাই ২০২০

দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেল শিশু জান্নাত

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবারে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় তার ছোট ভাই ময়নুলের (১) মৃত্যু হয়। এদিকে তাদের বাবা জাবেদ (৩৫) ও মা শিউলি (২৫) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, জান্নাতের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বাবা জাবেদের শরীর ৩৭ শতাংশ ও মা শিউলির ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই ইনহিলেশন বার্ন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খনম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ নম্বর দোতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে শিশু জান্নাতের ভাই ময়নুলের (১) মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জান্নাত ও তার বাবা-মাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
×