ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালাতে শীঘ্রই ঢাকা-বেজিং চুক্তি

প্রকাশিত: ২৩:০০, ২২ জুলাই ২০২০

চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালাতে শীঘ্রই ঢাকা-বেজিং চুক্তি

রশিদ মামুন ॥ চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালাতে খুব শীঘ্রই চুক্তি করতে যাচ্ছে ঢাকা-বেজিং। সব কিছু ঠিক ঠাক থাকলে আগস্ট থেকেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। বিশে^র ধনী দেশগুলোতে যখন করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে একই সময়ে বাংলাদেশেও শুরু করা হচ্ছে। এতে করে ভ্যাকসিন উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা বাংলাদেশ পৌঁছানোর আশার সঞ্চার হয়েছে। সরকারী সূত্র বলছে, চীনের ভ্যাকসিনের ট্রায়াল দেয়ার জন্য দেশটির সঙ্গে একটি চুক্তি হতে হবে। সেই চুক্তির খসড়া ইতোমধ্যে বাংলাদেশে পাঠিয়েছে চীন। এখন চুক্তিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনায় কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যাতে একমত হওয়া জরুরী। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই চুক্তির সব দিক ঠিক করে ঢাকা-বেজিংয়ের মধ্যে চুক্তিটি সই হবে। চীনা ভ্যাকসিনটি বাংলাদেশে ট্রায়াল দেবে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সম্প্রতি ভ্যাকসিনটির ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্স কাউন্সিল (বিএমআরসি)। এখন স্বাস্থ্য অধিদফতর এবং ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের প্রয়োজন হবে। এই ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়ে কোন তথ্য বাইরে প্রকাশ করতে পারবে না আইসিডিডিআরবি। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এজন্য সব ট্রায়ালের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এটি করা হয়। ট্রায়ালের পর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আইসিডিডিআরসি একটি নন ডিসক্লোজার এমওইউ সই করেছে। এই সমঝোতায় আইসিডিডিআরবি চীনের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভেক বায়োটেককে বলছে ট্রায়ালের কোন স্তরের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে না। তবে খুব সাধারণ যেসব তথ্য রয়েছে তা জানাতে এখানে কোন বাধা নেই। কোন কোন হাসপাতালে ট্রায়াল দেয়া হবে কত জনের ওপর ট্রায়াল দেয়া হবে ইতোমধ্যে এসব তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব হাসপাতালে ট্রায়াল দেয়া হবে বলে ঠিক করা হয়েছে তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে। যেহেতু একেবারে প্রথম সারিতে থেকে রোগীদের সেবা করতে হচ্ছে এজন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রথমে এই ভ্যাকসিন পাবেন। রাজধানীর যেসব হাসপাতালে ভ্যাকসিনটির ট্রায়াল চালানো হবে সেগুলো হচ্ছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট-২, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ঢাকা মহানগর হাসপাতাল। চীনের করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের কোন সুযোগ নেই- স্বাস্থ্য সচিব ॥ এদিকে একটি অনলাইনসূত্র জানায়, স্বাস্থ্য সেবা সচিব মোঃ অবদুল মান্নান জানিয়েছেন, চীনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কোন সুযোগ বাংলাদেশে নেই। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি দুই দেশের আন্তঃরাষ্ট্রীয় বিষয়। কোন প্রতিষ্ঠানকে এ পরীক্ষার অনুমতি দেয়া হবে না।’ চীনের সিনোভেক বায়োটেক কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিনের (করোনাভেক) দুইটি ধাপের ট্রায়াল এরইমধ্যে সেখানে সফল হয়েছে। এবার বাজারজাত করার আগের ধাপে মানবদেহে পরীক্ষার পালা রয়েছে। বাংলাদেশে এই ভ্যাকসিনের মানবদেহে কার্যকারিতা পরীক্ষা করবে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এজন্য নৈতিক (এথিক্যাল) অনুমোদন দিয়েছিল বাংলাদেশ মেডিক্যাল রিসার্স কাউন্সিল (বিএমআরসি)। এ নিয়ে আইসিডিডিআরবি এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোন কথা বলেনি।
×