ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরের দলে যুক্ত হলেন আমির

প্রকাশিত: ০০:০৭, ২১ জুলাই ২০২০

ইংল্যান্ড সফরের দলে যুক্ত হলেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরের দল থেকে সরে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ আমির। তবে নির্ধারিত সময়ের আগেই আমির-নারজিস দম্পত্তির দ্বিতীয় কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখায় এখন সফরের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার। মিসবাহ-উল হকের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ডও তাকে যুক্ত করে নিয়েছে। তবে আমির এখনই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হতে পারছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিয়ম অনুযায়ী তাকে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হতে হবে। এরপর ইংল্যান্ডে গিয়ে থাকতে হবে কোয়ারেন্টাইনে। সেখানে ফের নেগেটিভ হলে তবেই স্কোয়াডের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি। আজহার আলির নেতৃত্বে পাকিস্তান প্রথামিক দল অবশ্য ইতোমধ্যে ইংল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শেষ করেছে। ইংলিশরা এখন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে। ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ৫ আগস্ট, ওল্ড ট্র্যাফোর্ডে। সফরে তিন টি২০ খেলবে বাবর আজমের পাকিস্তান। ২৮ আগস্ট প্রথম টি২০। টেস্ট থেকে অবসর নেয়ায় ২৮ বছর বয়সী আমির সফরে কেবল টি২০ সিরিজেই খেলবেন। ফলে হাতে যথেষ্ট সময় আছে। ওদিকে প্রস্তুতির সময় আঘাত পাওয়ায় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন ওপেনার আবিদ আলি ও তরুণ অলরাউন্ডার খুশদিল শাহ।
×