ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় বিশেষায়িত আইসোলেশন ইউনিট

প্রকাশিত: ২০:০০, ২০ জুলাই ২০২০

হাতিয়ায় বিশেষায়িত আইসোলেশন ইউনিট

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ১৯ জুলাই ॥ দুটি অক্সিজেন কন্টেনজেটর মেশিন, ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহ, দশ হাজার লিটারের দশটি অক্সিজেন সিলিন্ডার ও জরুরী ওষুধসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে চালু হলো ১৫ শয্যার বিষেশায়িত আইসোলেশন ইউনিট। রবিবার সকালে হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় এ ইউনিট উদ্বোধন করা হয়। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর আর্থিক সহযোগিতায় হাতিয়ায় অব্যাহতভাবে করোনা রোগী বেড়ে যাওয়ায় সঙ্কটাপন্ন রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার ডাক্তার নিজাম উদ্দন মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সারোয়ার সালাম, পৌর মেয়র একেএম ইউছুফ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ, হাতিয়া বারের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ছাইফুদ্দিন আহম্মেদসহ সাংবাদিক, ডাক্তার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসা দিতে অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অক্সিজেন সঙ্কট বেশি ছিল। ইতোমধ্যে দুজন রোগীকে অক্সিজেনের অভাবে জেলা সদরে রেপার্ড করতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এই মহামারী মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।
×