ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের নীতির কারণেই সাহেদ-সাবরিনার উত্থান ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ জুলাই ২০২০

সরকারের নীতির কারণেই সাহেদ-সাবরিনার উত্থান ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ মহামারীর মধ্যে সরকারের নীতির কারণেই চিকিৎসার নামে জালিয়াত সাহেদ-সাবরিনার উত্থান বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে করোনা সনদ বিক্রি, মানবপাচার এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারী হাসপাতালগুলো এখন নরকে পরিণত হয়েছে। মানুষ চিকিৎসা পাচ্ছে না। আর প্রাইভেট হাসপাতালগুলোতে এমন গলাকাটা বিল করা হয় হয় যে মানুষ বেঁচে থাকলেও মরার মতো হয়ে যায়। মানুষ মরে যায় যাক নিজে বাঁচি এটা হচ্ছে সরকারের নীতি। এক ভয়ঙ্কর মরণব্যাধি বেষ্টনীর মধ্যে দেশের মানুষ বাস করছে। এই বেষ্টনী ভাঙ্গতে হবে জাতীয়তাবাদী শক্তিকে। রিজভী বলেন, সংসদ সদস্য পাপুলকে কুয়েতে গ্রেফতার করা হয়েছে। আরও কত পাপুল যে তৈরি হয়েছে সেটা বলা মুশকিল। দুঃশাসনের মধ্যেই পাপুলরা তৈরি হবে, তারা এমপি হবে। তাদের পক্ষে সবকিছু থাকবে। তিনি বলেন, সাতক্ষীরা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে গ্রেফতার করেছে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। আবার ফেসবুকে যদি কেউ কিছু লেখে তাহলে রাতের অন্ধকারে ছেলে হোক মেয়ে হোক তাদের উঠিয়ে নিয়ে আসে।
×