ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ জুলাই ২০২০

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় হাইকোর্টের আদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দায়ের করা করা দুর্নীতির মামলা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। একইসঙ্গে মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ প্রদান করেছেন। দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার ওপর হাইকোর্টেও দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এই মামলাটি দায়ের করেন। পাটকলে জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারকে প্রায় ৪০ লাখ ৭০ হাজার টকা আর্থিক ক্ষতি অভিযোগ আনা হয়।
×