ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২০:৩৬, ১৬ জুলাই ২০২০

পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ পৌর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নিম্নমানের, অনুমোদিত ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ঠাকুরগাঁও জেলা ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা ও পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ড্রাগ হাউজকে ৭ হাজার, শাহাদাৎ ফার্মেসী ৫ হাজার, ভাই ভাই ফার্মেসী ৫ হাজার, রুহুল ফার্মেসী ১ হাজার ও জিহাদ মেডিসিন কর্নার প্রতিষ্ঠানের মালিককে ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই সময় প্রতিষ্ঠানগুলো থেকে নিম্ন মানের, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত বিভিন্ন ধরনের ঔষুধ জব্দ করেছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগীতা করেন পীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা।
×