ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহামারীর মধ্যে সহিংসতার শিকার ৭৮৮ নারী-শিশু ॥ মহিলা পরিষদ

প্রকাশিত: ০১:২৫, ১৬ জুলাই ২০২০

মহামারীর মধ্যে সহিংসতার শিকার ৭৮৮ নারী-শিশু ॥ মহিলা পরিষদ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর মধ্যে গত চার মাসে (মার্চ-জুন) দেশে ৭৮৮ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে। এই চার মাসে ১৩টি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত নারী ও শিশু নির্যাতনের ঘটনা পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। খবর বিডিনিউজের। বুধবার ‘কোভিড-১৯ ক্রান্তিকালে নারী ও কন্যার প্রতি সহিংসতা পরিস্থিতি এবং ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে মার্চ থেকে জুন মাসে মোট ৪৫৭ জন নারী ও ৩৩১ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০৭ জন। এছাড়া বাল্য বিবাহের ঘটনা ঘটেছে ১৮টি, তার মধ্যে ঘটনা প্রতিরোধ করা হয়েছে। গণধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে। এছাড়া বিভিন্ন কারণে ১৬১ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৩ জনকে।
×