ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় খালে বাঁধ দিয়ে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৬:১২, ১৪ জুলাই ২০২০

কুয়াকাটায় খালে বাঁধ দিয়ে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটায় কচ্ছপখালী খালে বাঁধ দিয়ে দখল করে একাধিক পুকুরসহ মাছের ঘের করার প্রতিবাদে এবং খাল উম্মুক্তকরনের দাবিতে স্থানীয় পাঁচ গ্রামের শত শত মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটির উদ্যোগে নবীনপুরে খালের বাঁধের ওপর এ মানববন্ধন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী এ মানবন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকসহ সাধারণ মানুষ বিভিন্ন ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন। বক্তব্য রাখেন স্থানীয় মো. শাহজাহান মৃধা। বক্তারা জানান, স্থানীয় চান মিয়া হাজী, আফজাল ফকির, পনু মিস্ত্রিসহ কয়টি চক্র এখালটিতে একের পর এক বাঁধ দিয়ে পুকুর এবং মাছের ঘের করেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। আর শুকনো মৌসুমে পানির সঙ্কট দেখা দেয়। এ কারণে কৃষিকাজে বড় ধরনের প্রতিবন্ধকতার কবলে পড়েছেন মানুষ। খালটি আটকে পৌরসভা কর্তৃপক্ষ কালভার্ট ছাড়াই যোগাযোগের সড়ক পর্যন্ত করেছে। যেন অপরিকল্পিতভাবে সরকারি টাকার অপচয় করা হচ্ছে। পাঞ্জুপাড়া, নবীনপুর, আজিমপুর, থঞ্জুপাড়া, দোকাসীপাড়াসহ পাঁচটি গ্রামের ভুক্তভোগী মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। স্থানীয়রা জানান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা এ বিষয় লিখিত অভিযোগ দিয়েছেন। মহিপুর ভূমি অফিসে দেনদরবার করেছেন, কিন্তু কেউ ভ্রক্ষেপ করছেন না। কচ্ছপখালীর দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার খালটি পুনঃখননের নামে এসব দখলদার উচ্ছেদ না করেই কাগজে-কলমে পুনঃখনন দেখানো হচ্ছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন সংস্থা এ কাজটি করছে। স্থানীয়দের দাবি আগে এস এ নক্সা অনুসারে খালের সীমানা চিহ্নিত করে অবৈধ বাঁধ কিংবা স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধার করা হোক। তারপরে পুনঃখনন করা হোক। নইলে কৃষিকাজে বড় সমস্যায় পড়তে হবে। এখনই জলাবদ্ধতার কবলে পড়তে হয়। বাড়িঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, খাল দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করেন মহিপুর উপ-সহকারী (তহশিলদার) কর্মকর্তা আব্দুল আজিজকে বহুবার খাল দখল, সরকারি পুকুর দখলমুক্ত করার জন্য বলা হলেও তিনি এব্যাপারে চরম উদাসীন রয়েছেন।
×