ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২০:৪৮, ১৪ জুলাই ২০২০

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্টে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জুলাই ॥ আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্টে সুবাস চন্দ্র (১২) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। সুবাস চন্দ্র উপজেলার বাঁকা গ্রামের জোগেশ চন্দ্রের পুত্র। জানা গেছে, নিহত সুবাস চন্দ্র রবিবার দুপুরে তার নিজ শয়ন কক্ষে সাউন্ড বক্সে গান শুনছিল। হঠাৎ গান বন্ধ হয়ে গেলে তা ঠিক করতে লাগলে তারের সংস্পর্শে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আবছার ওরফে কালাবদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে হোয়ানক কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ২টি বন্দুক ও গুলি ইয়াবা উদ্ধার করা হয়েছে। কালাবদা হোয়ানকের হামিদুর রহমান পাড়ার আনোয়ার হোসেন ওরফে পেট্টুইয়্যার পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জুলাই ॥ বাগাতিপাড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার লোকমানপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পার্শ্বে মারিয়া রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা, যুবকটি আত্মহত্যা করে থাকতে পারে। স্থানীয়রা জানায়, যুবকটি অনেকক্ষণ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিল। পরে ম্যাংগো স্পেশাল ট্রেনটি যাবার সময় ট্রেনের নিচে মাথা দেয় ওই যুবক। এতে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মুহূর্তেই যুবকের মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুলাই ॥ ধামরাইয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় , রবিবার রাতে ধামরাই থানাধীন ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো- সোহরাব, জুলহাস, লুৎফর রহমান, মোঃ রিপন। তারা সবাই মাদক কারবারি। অন্য আসামিরা হলো- সঞ্চয় মনিদাস, মিলন, বাবু, ফজলু মিয়া, গোলাম মোস্তফা, রিজন, ও মন্টু মিয়া। এদিকে আশুলিয়ায় এক তরুণীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসচালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গজারিয়া গ্রামের ফেরদৌসের ছেলে বাসচালক আরিফ (১৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও লক্ষ্মীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)। নওগাঁ পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জুলাই ॥ চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকার একটি বাড়ি থেকে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হলেন, নওগাঁ পৌরসভার খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা রাসেল রহমান, রায়হান আলম ও সিফাত হৃদয়। জানা গেছে, মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা রিপন ও তাঁর স্ত্রী শান্তনা খাতুন সাত/আট মাস ধরে পৌরসভার খাস-নওগাঁ এলাকায় একটি ভাড়া বাসায় বাস করে আসছেন। রিপন শহরের একটি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। রবিবার রাত ১০টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজের নেতৃত্বে স্থানীয় সাত/আট যুবক রিপনের ভাড়া বাসায় যায়। তাঁরা দাবি করে, রিপন ও শান্তনা প্রকৃত স্বামী-স্ত্রী নন। বৈবাহিক সম্পর্ক ছাড়াই তাঁরা ওই বাসায় একসঙ্গে বাস করছেন। এ সময় তাঁরা রিপনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাকালে হচ্ছে এবারের কোরবানির ঈদ। এ নিয়ে উদ্বিগ্নতা রয়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের। বিশেষ করে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্যবাধকতা তৈরিতে গ্রহণ করা হচ্ছে নানা পদক্ষেপ। চট্টগ্রাম নগরীতে পশুর হাট সংক্রমণ শঙ্কামুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সিটি কর্পোরেশন (চসিক)। ঈদকে সামনে রেখে সোমবার হাট ইজারাদারদের সঙ্গে বৈঠকে কিছু নির্দেশনা প্রদান করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক মেয়র বলেন, এবার করোনা মহামারীর ছোবলের মধ্যেই কোরবানির ঈদ। তাই আনুষ্ঠানিকতা সীমিত ও নিয়ন্ত্রণমূলক বিধি-ব্যবস্থা মেনে পালিত হবে। সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নগরীতে পশুর হাটগুলোতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা করা। কাউন্সিলরকে হত্যার হুমকির প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ জুলাই ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবুলকে হত্যার হুমকি ও হয়রানির প্রতিবাদে সোমবার দুপুরে নগরীর সুজানগর এলাকায় মানববন্ধন করেছে পাঁচ সহস্রাধিক এলাকাবাসী। একই সময়ে ওই সুজানগর নবগ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ওই এলাকায় একাধিক খুন, অস্ত্র ও মাদক মামলার আসামিদের গ্রেফতারসহ বিচারের দাবি জানান। কাউন্সিলর বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গত সিটি নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এই এলাকার জনগণের ভাল-মন্দ দেখভালের দায়িত্ব নিয়ে কাজ করছি।
×