ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকলে আখ চাষীদের থালা হাতে বিক্ষোভ

প্রকাশিত: ২০:৪৪, ১৪ জুলাই ২০২০

রংপুর চিনিকলে আখ চাষীদের থালা হাতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জুলাই ॥ মহিমাগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বেতন ও আখের মূল্য পরিশোধের দাবিতে সোমবার সকালে থালা হাতে চিনিকল এলাকায় এক মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী সমিতি এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখ চাষী নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু প্রমুখ। মানববন্ধন শেষে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা ও আখ চাষীদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেয়। বক্তারা বেতন ভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যু মুক্তকরণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন। সমাবেশ থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখ চাষীদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
×