ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের সুযোগ নেই ॥ স্পীকার

প্রকাশিত: ২৩:২০, ১০ জুলাই ২০২০

স্পীকারের সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের সুযোগ নেই ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদের অনির্ধারিত বক্তব্য নিয়ে কিছু সময়ের জন্য সংসদ অধিবেশনে সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির এই এমপি কয়েকদিন আগে স্পীকারের আসনে থাকা ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কিছু মন্তব্য নিয়ে কথা বলা শুরু করলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলেন, সংসদের অধিবেশন কক্ষ থেকে স্পীকারের কোন বক্তব্য নিয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। গত ২৩ জুন প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। ওই সময় অধিবেশন কক্ষে সভাপতির দায়িত্ব পালন করছিলেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া। কিন্তু বক্তব্যের এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডেপুটি স্পীকারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিএনপির এই এমপি। সর্বশেষ তিনি সংসদ থেকে ওয়াকআউট করেন। বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশীদ পুনরায় সেই প্রসঙ্গে কথা বলা শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারী দলের সংসদ সদস্যরা হৈ চৈ করে প্রতিবাদ জানাতে থাকেন।
×