ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে প্রতিবেশীর কোপে যুবক নিহত

প্রকাশিত: ২১:৫৭, ৮ জুলাই ২০২০

মিরপুরে প্রতিবেশীর কোপে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনার জের ধরে রাজধানীর মিরপুরে এক যুবক খুন হয়েছে। এদিকে তুরাগে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় রুবেল (২২) নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ জানায়, প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে ঝগড়ার জের ধরে এক ভাড়াটিয়া রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার নাম ইদ্রিস পাটোয়ারী। গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি মিরপুর শেওড়াপাড়ার ৩৭৪/৩ নম্বর ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। নিহত রুবেলের বড় ভাই আকবর জানান, সোমবার রাত ১০টার দিকে রুবেল নানা বিষয় নিয়ে শেওড়াপাড়ার তার বাসার প্রতিবেশী নাজুর সঙ্গে ঝগড়া করে। এ নিয়ে প্রতিবেশী নাজু এবং তার ভাইরা রুবেলকে মারধর করে। এক পর্যায়ে তারা রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রুবেলের আর্তচিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মধ্যরাতে সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার (এসআই) আব্দুর রাজ্জাক জানান, প্রতিবেশী নাজু ও তার ভাইয়ের সঙ্গে রুবেলের নানা বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে রুবেল খুনের ঘটনা ঘটেছে। নিহত রুবেলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতচিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ॥ প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রাজধানীর তুরাগে ধউর বেড়িবাঁধে এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত (৫৫) এক মহিলা। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে যানবাহনের চাপায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়েছে।
×