ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সরকারি ও আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ, গ্রেফতার ১

প্রকাশিত: ২১:১৬, ৫ জুলাই ২০২০

ঝিনাইদহে সরকারি ও আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে প্রায় ৩০ লাখ টাকা মুল্যের সরকারি ও আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে র‌্যাব। আজ রবিবার দুপুরে এ অভিযান চালায় র‌্যাব। সেসময় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানী নিষিদ্ধ ঔষধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় বাড়ি তল্লাসী করে সরকারী ও আমদানি নিষিদ্ধ ১৪ কার্টুন ঔষধ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে। গ্রেফতারকৃত দীপক বিশ্বাস র‌্যাবের কাছে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন যে, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ঔষধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো তার বাসায় রেখে ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এই সরকারি ওষুধ বেচা কেনা করে আসছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।
×