ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

হোসেনপুরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিশু নিহত

প্রকাশিত: ১৮:৩১, ৫ জুলাই ২০২০

হোসেনপুরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ॥ জেলার হোসেনপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নূরে আনিতা আজাদ (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নাইমা সুলতানা বিতি (১০) নামে অপর শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার সাহেদল গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিতা উপজেলার বীরপাইকশা গ্রামের মোঃ আলমগীরের মেয়ে ও গুরুতর আহত বিতি ওই এলাকার উসমান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সকালে জমির বিরোধ নিয়ে গলাচিপা বাজারে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। এ জন্য সকালে শাপলা আক্তার তার মেয়ে আনিতাকে নিয়ে বাবার বাড়ি গলাচিপা গ্রামে যায়। তারা বাড়িতে গিয়ে দেখে সিরাজুল, মুর্শেদ ও গোলাপরা ঝগড়া করছে। এ সময় শাপলা আক্তার মেয়ে আনিতা ও তার বোন বিতিকে নিয়ে ফিরে আসার পথে পেছন দিক থেকে সিরাজুল ও মুর্শেদরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনিতা ও বিতি গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিতাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিতিকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
×