ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ভারতীয় নাগরিক নিয়ে কৌতূহল

প্রকাশিত: ২১:৩৬, ৩ জুলাই ২০২০

গলাচিপায় ভারতীয় নাগরিক নিয়ে কৌতূহল

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ষাটোর্ধ এক ব্যক্তিকে নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ইউপি মেম্বার এ লোকটিকে দিন দশেক আগে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। এরপর থেকেই তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। কারও সঙ্গে খুব একটা কথা বলেন না। হিন্দী-বাংলা মিশিয়ে কেবলমাত্র নিজের ও বাবার নাম এবং ভারতের বিহার রাজ্যে বাড়ি’ এটুকু শুধু বলেন। সারাদিন বিছানায় পড়ে থেকে ঘুমান। রাতের বেলা জেগে থাকেন আর নিজে একা একা বিড় বিড় করেন। চিকিৎসক থেকে শুরু করে আশপাশের কারোরই কোন প্রশ্নের উত্তর দেন না। জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মনির হোসেন গত ২২ জুন অজ্ঞাতনামা এ লোকটিকে ইমারজেন্সিতে নিয়ে আসেন। এ বৃদ্ধ তখন অজ্ঞান অবস্থায় ছিলেন। চিকিৎসকরা দ্রুত তাকে ভর্তি করেন এবং চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেন। চুল দাড়ি পেকে যাওয়া ব্যক্তির বয়স ৬০-৬৫ এর মধ্যে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। জ্ঞান ফিরে আসার পর চিকিৎসকসহ সংশ্লিষ্টরা এ ব্যক্তিকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। কারণ এ ব্যক্তি নিজের নাম রাম ঢাহি বাবা শ্রীমান ঢাহি এবং বাড়ি ভারতের বিহার রাজ্যে বলে পরিচয় দেন। এর বেশি বিস্তারিত কিছুই বলছেন না। তবে হিন্দীর পাশাপাশি টুকটাক বাংলাও বলতে পারেন। লোকটি দিনের বেলা ঘুমিয়ে কাটান। আর সারারাত জেগে নিজের মধ্যে কথা বলেন।
×