ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে কার্গো জাহাজে অগ্নিকান্ড

প্রকাশিত: ২১:৫৩, ২ জুলাই ২০২০

চট্টগ্রাম বন্দরে কার্গো জাহাজে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙ্গর করা একটি জাহাজে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। জাহাজটি পানামা পতাকাবাহী। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এমভি ইমুজু নামের পানামার পতাকাবাহী এ কার্গো জাহাজটি জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে ছিল। বিকেলে হঠাৎ করে জাহাজ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপন ইউনিট ও টাগবোট ছুটে যায়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজটির আগুন নেভানোর কাজ চলছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক জানান, আগুনের শিখা দেখা যায়নি। শুধুমাত্র ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে। কী কারণে বা জাহাজের কোন স্থানে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ঝুঁকি এড়ানোর জন্য জাহাজটিকে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেয়া হচ্ছে। নির্বাপন শেষে পুনরায় জেটিতে আনা হবে জাহাজটি। এতে প্রজেক্টের লোহা জাতীয় পণ্য রয়েছে।
×