ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান জাদুঘরের অনলাইন প্রতিযোগিতায় ৮ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ২০:৫২, ১ জুলাই ২০২০

বিজ্ঞান জাদুঘরের অনলাইন প্রতিযোগিতায় ৮ হাজার শিক্ষার্থী

দেশে প্রথমবারের মতো শিশু কিশোরদের অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ উদ্যোগে প্রতিযোগিতায় সাড়ে ৮ হাজার প্রতিযোগী অংশ নেয়। গত ২৭ ও ২৮ জুন রাতে দেশব্যাপী এই অনলাইন বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বিজয়ীদের উদ্দেশে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী করোনা সঙ্কটের সময়ে এ কর্মসূচীতে প্রতিষ্ঠানের পক্ষ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশুনা অব্যাহত রেখে মানবিক ও সামাজিকভাবে সচেতন হবার আহ্বান জানান। তিনি বলেন, এ সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা, ফাস্টফুডের বদলে ঘরের তৈরি খাবার খাওয়া, পিতামাতার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শ্রেষ্ঠ সময়।-বিজ্ঞপ্তি
×