ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেই রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ২১:২৭, ২৮ জুন ২০২০

করোনার মধ্যেই রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনার ছোবলে মৃত্যুভয়ে গোটা বিশ্বের মানুষ। করোনার ভয়াবহ তা-বে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ সকল পরীক্ষা। অথচ এর মধ্যেই রাজধানীর নামী প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে ইংলিশ মিডিয়াম শিশু শ্রেণী শিশুদের ডেকে নেয়া হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা। সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের মালিবাগ প্রধান কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সংক্রমণ ঝুঁকি নিয়েই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের। অভিভাবকরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল সন্তানকে ভর্তি করা হলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানের মালিবাগের প্রধান কার্যালয়ে এনে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় স্কুলে উপস্থিত অভিভাবকরা বলেছেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করোনার ভীতিকে উপেক্ষা করে আসতে বাধ্য হয়েছেন তারা। তবে পরীক্ষা নেয়ার এ ঘটনা জানত না বলে জানিয়েছেন সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। সেল ফোনে কল করা হলে তিনি বলেন, মালিবাগ শাখায় ভুলবশত ১৮/১৯ জন শিশু শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। এমন ঘটনায় আমি খুবই দুঃখিত, অনুতপ্ত ও লজ্জিত। তিনি আরও বলেন, দেশে করোনা মহামারীর এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোন সুযোগ নেই। মালিবাগ শাখার অধ্যক্ষ ভুলবশত এটি করে ফেলেছেন। স্কুলের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
×