ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ২২:১৭, ২১ জুন ২০২০

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা মকবুল হোসেনের সাতক্ষীরা শহরের রাধানগরের বাসায় হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের রাধানগরে কেষ্ট ময়রার ব্রিজের পাশে সাতক্ষীরাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য আলী হোসেন, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, জাসদ জেলা সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির আব্দুস সাত্তার, জেলা ভূমিহীন সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, মীরাজ আলীর ছেলে আব্দুস সালাম, তার জামাতা সাইফুল পরিকল্পিতভাবে একটি জমি থেকে মকবুল হোসেনকে উচ্ছেদের চেষ্টা করতে থাকে। বিষয়টি নিয়ে সদর থানায় অভিযোগ দেয়া হলে ৭ জুন উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির দিন ধার্য থাকলেও সালামের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ৫ জুন মকবুলের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। ৬ জুন থানায় অভিযোগ দিলেও থানায় কোন মামলা রেকর্ড হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
×