ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাল বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

প্রকাশিত: ০০:১৫, ২০ জুন ২০২০

কাল বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

জনকণ্ঠ ডেস্ক ॥ বছরের দীর্ঘতম দিন বা কর্কটক্রান্তি দিবস রবিবার (২১ জুন) । এদিন বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, আংশিক সূর্যগ্রহণও একে বলা যাবে না। আগামী ২১ জুন যে সূর্যগ্রহণ হবে তাকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। ইংরেজীতে এই গ্রহণ পরিচিত এ্যানুলার সোলার একলিপস নামে। খবর ওয়েবসাইটের। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। এছাড়া এশিয়ার অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকেও ২১ জুনের বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকার স্থানীয় সময় বেলা ১১টা ২৩ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। দুপুর ১টা ১২ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও দুপুর ২টা ৫২ মিনিটে গ্রহণ শেষ হবে। তবে ভারত, পাকিস্তান, চীন, তাইওয়ান ছাড়াও অন্যান্য দেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে অনুসন্ধিৎসু চক্র।
×