ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ২শ’ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

প্রকাশিত: ০০:১৯, ১৪ জুন ২০২০

মুন্সীগঞ্জে ২শ’ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার দুর্গাবাড়ি ও রামেরগাঁও এলাকায় ছয়টি গুদাম থেকে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এই জালের মূল্য প্রায় ২শ’ ১৪ কোটি ৮০ লাখ টাকা। শনিবার ১৩ ঘণ্টার এই অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন পুলিশ সুপার বিএম হারুন অর রশিদ, পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল মোঃ ফরিদুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ূন কবির, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবির হোসেন খান। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের বিভিন্নস্থানে রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়ে থাকে। এরই সূত্র ধরে এই অভিযান চালায় নৌ পুলিশ। অভিযানে মোট ৭ কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুরে স্থানীয় মিরকাদিম নৌপুলিশ লাইন মাঠে এই জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই অভিযান চলাকালে জাল মালিকদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
×