ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন- আর কত বিতর্কের জন্ম দেবে বাফুফে!

প্রকাশিত: ২৩:৩৭, ১৪ জুন ২০২০

নির্বাচন- আর কত বিতর্কের জন্ম দেবে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার ॥ অনিয়মকে নিয়মে পরিণত করতে সিদ্ধহস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটু ফাঁকফোকর পেলেই নিজেদের ইচ্ছামতো নিয়ম-কানুন পুরে দেয় সংস্থাটি। যে কোন সংস্থা কিংবা প্রতিষ্ঠান পরিচালনার একটা নিয়ম-কানুন থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর বাইরে নয়। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (বাফুফে) চলবে নিজস্ব গঠনতন্ত্রে। সংস্থাটি পরিচালনায় এমন সুস্পষ্ট বিধানই রয়েছে। অথচ সেই বিধান মেনে যাদের কাজ করার কথা, দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কথা, তারাই নিয়মের সবচেয়ে বড় ব্যত্যয় ঘটাচ্ছেন। গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছার প্রতিফলন, নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত বাফুফের কর্তারা। করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব। এর প্রকোপে দিনকে দিন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মৃত্যু আর শনাক্তের ক্ষেত্রে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। তবে রেকর্ডের ক্ষেত্রে করোনাকেও পেছনে ফেলে দিয়েছে বাফুফে। গঠনতন্ত্রের ১৯, ৩২, ২১ এবং ৯- সবগুলোর স্পষ্ট লঙ্ঘন ইতোমধ্যে করে ফেলেছে। বাফুফের গঠনতন্ত্রের ১৯-এ স্পষ্ট উল্লেখ আছে, যে কোন ক্লাব অথবা সংস্থা যদি ফার্স্ট ইনস্ট্যান্স বডি (এফআইবি) অথবা কার্যনির্বাহী কমিটি অথবা পেশাদার ফুটবল লীগ কমিটি/স্ট্যান্ডিং কমিটির অনুমোদনক্রমে সবধরনের নিয়ম-কানুন মেনে লীগ খেলার অনুমতি পায় তবে সেই ক্লাব বা সংস্থাকে তখনই বাফুফের সদস্য/সংস্থা হিসেবে গণ্য করা যাবে না। কার্যনির্বাহী কমিটি যদি বিশেষ অথবা বার্ষিক সাধারণ সভা আয়োজন করে কংগ্রেসের কাছে কোন নতুন সদস্য/সংস্থাকে মেম্বারশিপ দেয়ার আবেদন করার পর কংগ্রেসের মোট সদস্য/সংস্থার শতকরা (৫০%+১) জন ডেলিগেট উপস্থিত থাকলে তাদের মধ্যে তিনভাগের দুই ভাগ ডেলিগট সমর্থন করলেই ওই ক্লাব বা সংস্থাকে অন্তর্ভুক্তির অনুমতি মিলবে। গঠনতন্ত্রের এই নিয়ম কি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের নতুন দল উত্তরা ফুটবল ক্লাব এবং ফর্টিস একাডেমি লিমিটেডের ক্ষেত্রে মানা হয়েছে। মোটা দাগে এর উত্তর হলো না; মানা হয়নি। শোনা যাচ্ছে গঠনতন্ত্রকে তোয়াক্কা না করেই চ্যাম্পিয়নশিপ লীগের নতুন এই দুই ক্লাবকে ডেলিডেট ফরম দিয়েছে বাফুফে। এমনটাই হলে তা হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ওই দুই ক্লাব অন্তর্ভুক্ত হলে বাফুফের সদস্য/সংস্থার মোট ডেলিগেট দাঁড়বে ১৪৩তে। ২০১৬ সালের নির্বাচনে যে সংখ্যাটি ছিল ১৩৪। অথচ নবাবপুর ক্রীড়াচক্র, দিলকুশা স্পোর্টিং ক্লাব, টাঙ্গাইল ফুটবল একাডেমি, দীপালি ক্লাব, ঢাকা বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনসহ আরও কিছু ক্লাব/সংস্থার ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করেছেন বাফুফের কর্তারা। এসব ক্লাব/সংস্থার বৈধ লোকদের বঞ্চিত করে নিজেদের পছন্দের লোকদের কাছে ডেলিগেট ফরম তুলে দিয়েছে বাফুফে।
×