ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

অসচ্ছল শিল্পীদের সহায়তায় অনলাইনে লোকসঙ্গীত উৎসব

প্রকাশিত: ২২:২৯, ১২ জুন ২০২০

অসচ্ছল শিল্পীদের সহায়তায় অনলাইনে লোকসঙ্গীত উৎসব

স্টাফ রিপোর্টার ॥ একইসঙ্গে জীবন ও জীবিকায় আঘাত হেনেছে মহামারী করোনা। অনেক কিছুর মতোই স্থবিরতা নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনেও। সংক্রমণ রোধে অনুষ্ঠিত হচ্ছে না মিলনায়তনভিত্তিক কোন অনুষ্ঠান। শিল্পের অন্যান্য শাখার মতোই বন্ধ রয়েছে সঙ্গীতনির্ভর মঞ্চের পরিবেশনা। এমনকি টেলিভিশনেও নেই শিল্পীদের জন্য নতুন কোন অনুষ্ঠান। ক্লাস হচ্ছে না সঙ্গীত একাডেমিগুলোয়। তাই ঘরে বসে কর্মহীন দিনযাপন করছেন অনেক শিল্পী। জীবিকার পথ রুদ্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে অর্থনৈতিক অশ্চিয়তা। শেকড়ের সুরে সুরে সেসব অসচ্ছল শিল্পীদের সহায়তায় নেয়া ভিন্নধর্মী উদ্যোগ। লোকসঙ্গীত উৎসবের মাধ্যমে সংগৃহীত হবে তহবিল। সেই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দেয়া হবে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের। বৃহস্পতিবার থেকে শুরু হলো ৯ দিনব্যাপী এই ভার্চুয়াল লোকগানের আসর। দ্য মিউজিশিয়ানস আয়োজিত উৎসবটির শিরোনাম ‘অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল’। উৎসবটি দ্য মিউজিশিয়ানসের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১টা পর্যন্ত। দ্য মিউজিশিয়ানস-এ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে উৎসবটি । বৃহস্পতিবার উদ্বোধনী দিনে পরিবেশনা উপস্থাপন করেন রংপুর বেতারের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী তনু রায়। এছাড়া এই অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা, প্রতিশ্রুতিশীল এবং গুণী শিল্পীরা। এ তালিকায় রয়েছেন কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ ও গোবিন্দ দাস। উদ্যোগটি প্রসঙ্গে দ্য মিউজিশিয়ানসের পক্ষে গোবিন্দ দাস বলেন, যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকান্ড নিয়েই থাকেন; এটাই যাদের একমাত্র জীবিকার উৎস। বর্তমানে চরম দুর্দশায় কাটছে তাদের দিন। অনেক শিল্পীর ঘরে খাবার নেই। অসুখ হলে চিকিৎসা করার পয়সা নেই। বাসাভাড়া-বিদ্যুত বিল দিতে পারছেন না। না মরে বেঁচে থাকার মতো দিন কাটাচ্ছেন অনেকেই। অথচ শিল্পীরা আমাদের জীবনের প্রতিটা অনুভূতির সঙ্গে মিশে আছেন। আমাদের নিত্যদিনের হাসি-কান্নার অনুভূতির সঙ্গে তারা যুক্ত। তাদের দুর্দিনে পাশে থাকা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই দায়বোধ থেকে এ উৎসবের আয়োজন এবং আমাদের তহবিলে সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। উৎসবের দ্বিতীয়দিন আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় সঙ্গীত পরিবেশন করবেন এরশাদুল হক। তৃতীয়দিন শনিবার রাত ৮টায় থাকছে শিল্পী ফতেহ আলী খান আকাশের পরিবেশনা। চতুর্থদিন রবিবার রাত ৮টায় গান শোনাবেন মুসা কলিম মুকুল। ৭ম দিন ১৭ জুন রাত ৮টায় সঙ্গীত পরিবেশন করবেন জসীম উদ্দিন। বাকি দিনের অনুষ্ঠানসূচী পরবর্তীতে জানানো হবে। এ আয়োজনটি উপভোগ করা যাবে ফেসবুক পেজ লিংক: https:/www. facebook.com/artiststhemusicians/। করোনায় অসহায় শিল্পীদের সহযোগিতা করার জন্য রয়েছে দুটি পৃথক নম্বর। নম্বর দুটি হলো বিকাশ : ০১৫১৬১৪৮৪১২ এবং রকেট : ০১৫১৬১৪৮৪১২।
×