ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ মৃত্যু ১৪ জনের

প্রকাশিত: ২২:১৭, ১২ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ মৃত্যু ১৪ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে দেশে আরও কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় কলেজ শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ (অব) তিনজন, মুন্সীগঞ্জে তিন, সিলেটে নারীসহ দুই, পাবনায় এক, ফরিদপুরে এক, রাঙ্গামাটিতে এক নারী, গাইবান্ধায় এক মুক্তিযোদ্ধা, কুড়িগ্রামে এক যুবক ও মাদারীপুরের এক সেলুন মালিক রয়েছেন। এদিকে বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফরিদপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চিকিৎসক ও পুলিশসহ ৫২, মৌলভীবাজারে চিকিৎসক, নার্সসহ ২৬, মানিকগঞ্জে ছয়, পটুয়াখালীতে একদিনে রেকর্ড ৩০, চট্টগ্রামের পটিয়ায় পুলিশ সদস্যসহ ২২, লক্ষ্মীপুরে চিকিৎসক-নার্স, শিক্ষক, পুলিশ ও সাংবাদিকসহ ৩৬, গাইবান্ধায় ৫৩, বরিশাল বিভাগে এক শিল্পপতিসহ ৯৮, হবিগঞ্জের মাধবপুর থানার আট পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সামাজিক দূরত্ব না মানা ও সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে করোনা আক্রান্ত হয়েও এক চিকিৎসক রোগী দেখায় তার চেম্বার, পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য কর্মকর্তার অফিসসহ একটি ডায়াগনস্টিক সেন্টার ও গলাচিপায় দর্জির দোকান ও বাসা লকডাউন করা হয়েছে। আর ফেনীর আট এলাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। আর করোনা জয় করে সুস্থ হয়ে অনেকেই বাড়ি ফিরেছেন। কোন কোন এলাকায় এখনও হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
×