ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

প্রকাশিত: ২৩:৪৪, ১০ জুন ২০২০

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে উল্লম্ফন হয়েছে। বাজারে আগের দিনের তুলনায় ৭০ গুণ বেশি লেনদেন হয়েছে। অবশ্য কমেছে মূল্যসূচক। গত কয়েক কার্যদিবসের মতো এদিনও ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়া অথবা কমার ঘটনা ঘটেছে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের। এদিন লেনদেনের শুরুতেই ডিএসইতে মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতা দেখা দেয়। সেখানে শেয়ারের চাহিদা বাড়ায় লেনদেনের প্রথম পাঁচ মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের উত্থান খুব একটা জোরদার না হলেও একবারের জন্যও ঋণাত্মক হয়নি। লেনদেনের প্রায় পুরোটা সময় এক লেভেলে চলেছে সূচক। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া মাত্র ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৬টির। আর ২৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭১ টাকা। আগের দিন লেনদেন হয় ১০৬ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৮ কোটি ২৯ লাখ টাকা। আগের দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে লেনদেন কিছুটা বাড়লেও বাজেট ঘোষণার সময় ঘনিয়ে আসায় প্রতিষ্ঠানগুলো সতর্ক অবস্থান নিয়েছে। তবে শেয়ারের ক্রেতাদের ওষুধ খাতের প্রতি আস্থা কমেনি। লেনদেন হয়েছে বেশিরভাগই ওষুধ এবং রসায়ন খাতের। টাকার অঙ্কে বাজারে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি টাকার লেনদেনের মাধ্যমে পরের স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এসিআই, সিলভা ফার্মাসিউটিক্যাল, এক্সিম ব্যাংক, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল এবং গ্রামীণফোন। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পূবালী ব্যাংক, এসিআই ফর্র্মূলেশন, আনালিমা ইয়ার্ন, একমি ল্যাবরেটরিজ, ফনিক্স ফাইনান্স মিউচুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, রেকিট বেনকিজার ও এক্সিম ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ফনিক্স ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ কোটি ৫১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ৯২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
×