ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কমিশনারসহ পুলিশের ১৮২ সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২৩:৩০, ১০ জুন ২০২০

চট্টগ্রামে কমিশনারসহ পুলিশের ১৮২ সদস্য করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির ১৮২ পুলিশ সদস্য। এর মধ্যে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমানও রয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। পুলিশের পাশাপাশি প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ নতুন করে আক্রান্ত ৯৯ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমণ পাওয়া গেছে চার হাজারেরও বেশি নমুনায়। সংক্রমণ বাড়তে থাকায় মহানগরীর কিছু কিছু এলাকাকে রেডজোন চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সিএমপি সূত্রে জানা যায়, সোমবার রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমিশনার মোঃ মাহাবুবর রহমান। তার নমুনায় সংক্রমণ ধরা পড়ে। তবে করোনার কোন উপসর্গ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। সিএমপির গণসংযোগ বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশের ১৮২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৭ জন। বাকিরা পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, করোনা সতর্কতায় সংক্রমণ ঠেকানোর প্রচেষ্টায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে পুলিশ সদস্যরা। এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনটি ল্যাবের পরীক্ষায় সোমবার শনাক্ত হয়েছে আরও ৯৯ রোগী। মোট ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয় এদিন। সবমিলে চট্টগ্রামে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ৪ হাজার ১৬৮। এর মধ্যে মারা গেছে ৯৯ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৭৬ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, সোমবার রাতে যে রিপোর্ট পাওয়া গেছে সে অনুযায়ী বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশাস ডিজিজেস) ২৩২টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, সিভাসুতে ১৯৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১২৫টি নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ২৫টি নমুনা পরীক্ষা হলেও কোন করোনা পজিটিভ পাওয়া যায়নি। সোমবার নতুন করে শনাক্ত ৯৯ জনের মধ্যে ৬৫ জন চট্টগ্রাম নগরের এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
×