ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ু কক্সবাজার চলে এসেছে

প্রকাশিত: ২২:১৭, ৯ জুন ২০২০

মৌসুমি বায়ু কক্সবাজার চলে এসেছে

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার পর্যন্ত চলে এসেছে। এটি এখন চট্টগ্রাম হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায়। গত রবিবার মিয়ানমারের আকিয়াব বন্দর অতিক্রম করে টেকনাফ উপকূলে পৌঁছায়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী এক সপ্তাহের সারাদেশে বিস্তার লাভ করবে। তখন এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত শুরু হবে। আবহাওয়াবিদরা জানান, এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের বর্ষাকাল শুরু হয়। এখন এই বায়ু কক্সবাজারে আছে। তাই বৃষ্টি বেশি হচ্ছে চট্টগ্রামে। মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৫-৬ দিনের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করবে। তখন সারাদেশেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। তারা জানান বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দিকে আসতে মৌসুমি বায়ু এবার পরপর দুবার বাধা পেয়েছে। একবার ঘূর্ণিঝড় আমফান ও আরেকবার ঘূর্ণিঝড় নিসর্গ এসে এর চলার পথ আটকে দিয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বর্ষার বৃষ্টির মূল উৎস ওই বায়ুপ্রবাহটি একটু দেরিতে হলেও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। আজ মঙ্গলবার এটি চট্টগ্রাম এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফলে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আগেই শুরু হবে। দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি কমবেশি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টি বাড়তে আরও তিন-চার দিন লেগে যেতে পারে।
×