ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিএসআরএম ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ ৫ শ্রমিক চমেকে ভর্তি

প্রকাশিত: ১৯:৫৫, ৬ জুন ২০২০

বিএসআরএম ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ ৫ শ্রমিক চমেকে ভর্তি

অনলাইন রিপোর্টার ॥ জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হওয়া ৫ শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো. নজরুল, কাসেম ও জসিম উদ্দিন। তাদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, তারা ৫ জনই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।
×