ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার মাঝেও রেকর্ড গড়লেন রোনালদো

প্রকাশিত: ১১:৩৯, ৬ জুন ২০২০

করোনার মাঝেও রেকর্ড গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মাঠের খেলা বন্ধ থাকলেও রেকর্ড গড়া বন্ধ রাখেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই এবার নিজের ক্যারিয়ারের উপার্জন দিয়েই রেকর্ড গড়লেন তিনি। জানা গেছে, চলতি মৌসুমে ১০৫ মিলিয়ন (সাড়ে ১০ কোটি) ডলার আয় করার মাধ্যমে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিলিয়নিয়াল ক্লাব তথা ১০০ কোটি ডলার আয় করা ফুটবলার হলেন রোনালদো। এর মধ্য দিয়ে শত কোটি ডলারের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। রোনালদোর আগে ক্রীড়াবিদদের মধ্যে বিলিয়নিয়ার হয়েছেন শুধুমাত্র চারজন- বাস্কেটবলে মাইকেল জর্ডান, গলফে টাইগার উডস, প্রো-বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ে মাইকেল শুমাখার। এ তালিকার পঞ্চম এবং সর্বশেষ সদস্য হিসেবে নাম লেখালেন তিনি। যদিও গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে অনেক কম আয় হয়েছে রোনালদোর। এই মৌসুমে তার উপার্জন ৬৩ মিলিয়ন ডলার। সেই জায়গায় গত মৌসুমে শুধুমাত্র নিজ ক্লাব জুভেন্টাস থেকেই তিনি পেয়েছিলেন ১০৯ মিলিয়ন ডলার।
×