ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনা আক্রান্ত

প্রকাশিত: ০০:০৬, ৬ জুন ২০২০

অধ্যাপক গোলাম রহমানের পুরো পরিবার করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান এবং তার স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার পুত্রবধূ ও গৃহকর্মীও রয়েছেন বলে তিনি নিজেই শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের। গুলশানের নিকেতনে বাসা অধ্যাপক গোলাম রহমানের। গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ‘ভাল নয়’। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়ার প্রক্রিয়া চলছে বলে অধ্যাপক গোলাম রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ। এর মধ্যে আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভাল। তবে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেয়ার চেষ্টা চলছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমান বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। আক্রান্ত চিকিৎসককে কপ্টারে আনা হলো ঢাকায় ॥ করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ সিরাজকে বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটি বাশারে অবতরণ করে। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ডাঃ নাহিদ সিরাজ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। যশোরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। চিকিৎসক নাহিদের সঙ্গে তার সহকর্মী আনজুম সোনিয়া ও উত্তম রয়েছেন। নাহিদকে ঢাকায় আনার যাবতীয় ব্যবস্থা বিমানবাহিনী করেছে জানিয়ে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদকে নিয়ে রাত ৮টা ২ মিনিটে যশোর বিমানবাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
×