ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আজ থেকে কঠোরভাবে শুরু হচ্ছে লকডাউন

প্রকাশিত: ২২:১৪, ৬ জুন ২০২০

কক্সবাজারে আজ থেকে কঠোরভাবে শুরু হচ্ছে লকডাউন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ করোনা প্রতিরোধে কক্সবাজারে আজ শনিবার থেকে কঠোরভাবে লকডাউন শুরু হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে পুরো কক্সবাজার জেলাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করেছে প্রশাসন। কক্সবাজার পৌর এলাকাসহ জেলা সদর উপজেলায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রেড জোনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়ে আজ শনিবার থেকে কঠোরভাবে এই লকডাউন কার্যকর হচ্ছে। এছাড়াও ৮টি উপজেলায়ও করোনা সংক্রমণের হার বিবেচনা করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কেন্দ্রিক ৩টি জোনে ভাগ করে কঠোরভাবে লকডাউনের আওতায় এনে আজ শনিবার থেকে এই জোন ভিত্তিক লকডাউন কার্যক্রম শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এর আগে বৃহস্পতিবার সকালে ও রাতে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ভিডিও মিটিংয়ে এই সিদ্ধান্ত দেন। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, প্রথমে রেড জোনগুলোকে দু’সপ্তাহের জন্য লকডাউন করা হবে। যদি সংক্রমণ কমে, তাহলে লকডাউন তুলে ফেলার চিন্তা করা হবে। যদি না কমে তাহলে ওইসব এলাকা লকডাউনের মেয়াদও বাড়ানো হবে। লকডাউনের ক্ষেত্রে রেড জোন এলাকায় শুধু একটি সড়ক চালু থাকবে, বাকি সব সড়ক বন্ধ করে দেয়া হবে। যে একটি সড়ক চালু থাকবে তাতে শুধু জরুরী প্রয়োজনীয় গাড়ি চলাচল করতে পারবে। এছাড়াও কিছু মুদির দোকান ও ফার্মেসি খোলা থাকবে, বাকি সবকিছু বন্ধ রাখার ব্যবস্থা হবে। পুলিশ সুপার আরও বলেন, রেড জোন চিহ্নিত এলাকায় লাল পতাকা টাঙ্গানো হবে। এরপর এলাকায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হবে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। কারণ মানুষ সচেতন নয়, এই সচেতনতা না থাকার কারণে কক্সবাজারে করোনা সংক্রমণ বেড়েছে।
×