ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

প্রকাশিত: ১৪:৩০, ৩১ মে ২০২০

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে লাফিয়ে লাফিলে বাড়ছে। এর মধ্যে আজ রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন গণিপুর গ্রামে একটি মসজিদের ইমাম মওলানা ওমর ফারুক (৬৫) জ্বর, সর্দি নিয়ে মৃত্যু বরণ করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য মৃত ওমর ফারুকের নমুনা সংগ্রহ করেছে। এ ছাড়াও লক্ষ্মীপুরে নতুন করে আরো ৩০ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে। সদর পূর্বের একজন তৃতীয়বারসহ মোট আরো ২৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদর উপজেলা আক্রান্তের সংখ্যা ১০২ জনে পৌঁছালো। রামগঞ্জে মৃত একজনসহ ৫ জনের করোনার পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮ জনে পৌঁছালো। এদিকে রবিবার থেকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে অফিস, দোকান পাট, হাট বাজার, শপিং মল এবং গণপরিবহন এবং নৌযানসমুহ উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে মানুষ সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানছেনা। এতে সংক্রমণ আরো ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছেন জেলাবাসী।
×