ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে, স্পেনে রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ২২:৪১, ২৯ মে ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়েছে, স্পেনে রাষ্ট্রীয় শোক

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। রাশিয়ায় মৃত্যু হয়েছে চার হাজারের বেশি। আর একদিনে হাজারের বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এছাড়া ইউরোপের দেশ স্পেনে করোনায় মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আবার দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৩১ হয়েছে। খবর বিবিসি, গার্ডিয়ান, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ইন্ডিপেন্ডেন্ট, তাস, রয়টার্স, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটারের। বিশ্বব্যাপী করোনা মহামারীতে মৃতের সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ৭৫৭ ছাড়িয়ে গেছে; তবে মৃত্যুর সংখ্যা বাড়ার গতি কমে এসেছে আরও কিছুটা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ৭৫৭ জনে দাঁড়িয়েছে। অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৮ লাখ ৫১ হাজার ৪০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩৮ হাজার ৩২৮ মানুষ। মৃত্যু লাখ ছাড়াল যুক্তরাষ্ট্রে ॥ গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে ভাইরাসটি আবির্ভূত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৮ লাখের বেশি লোক আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজারের মতো। যুক্তরাষ্ট্রভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ৪৪২ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যাটি কোরিয়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে ৪৪ বছরেরও বেশি সময়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যত লোক নিহত হয়েছে তার প্রায় সমান বলে জানিয়েছেন বিবিসি উত্তর আমেরিকার সম্পাদক জন সোপল। তবে মৃত্যুর হারের দিক থেকে যুক্তরাষ্ট্র বেলজিয়াম, স্পেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের পরে আছে বলে জানাচ্ছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব। স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ॥ প্রাণঘাতী করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে স্পেন। দেশটিতে সর্বশেষ বুধবার করোনায় একজনের মৃত্যু ঘটেছে। দেশটিতে ২৭ হাজার ১১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এবার করোনায় মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস। একইসঙ্গে রয়েছে বিশেষ কিছু কার্যক্রমের আয়োজন। মারিয়া বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে। উল্লেখ্য, বিশ্বে যে কয়টি দেশ করোনার ভয়াবহ তাণ্ডবের করুণতম দৃশ্য দেখেছিল, স্পেন ছিল সেই তালিকার একদম প্রথম সারিতে। রাশিয়ায় আরও ১৭৪ মৃত্যু ॥ রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনার কারণে মোট চার হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা তিন লাখ ৭৯ হাজার ৫১। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আট হাজার ৩৭১ জন। সর্বাধিক শনাক্ত রোগীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। যদিও দেশটিতে মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৯৯৩ জন। এ্যাক্টিভ কেস রয়েছে দুই লাখ ২৩ হাজার ৯১৬। যাদের মধ্যে দুই হাজার তিন শ’ জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতে আরও ১৯৪ ॥ ভারতে বেড়েই চলেছে করোনার জেরে সংক্রমণ। কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৬৬ জন। এই বৃদ্ধির জেরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫৪ জন। হাজার মৃত্যু দেখল ব্রাজিল ॥ এই মুহূর্তে ব্রাজিলকে বলা হচ্ছে সবচেয়ে অসচেতন দেশ। কেননা ইতালি, ব্রিটেন, ফ্রান্স ও স্পেনের পর যুক্তরাষ্ট্রের বাজে পরিস্থিতি দেখেও দক্ষিণ আমেরিকার দেশটি কিছু শেখেনি। ফলে ধারণা করা হচ্ছে, করোনা মোকাবিলায় ব্যর্থদের তালিকায় সাম্বার দেশ চলে যেতে পারে সবার ওপরে! ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক ব্রাজিলকে সতর্ক করে জানিয়েছে, এখনই আরও কঠোর ব্যবস্থা না নিলে আসছে আগস্টের শুরুতেই কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু এক লাখ ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।
×