ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসির ফল ঈদের পরেই

প্রকাশিত: ২৩:১৩, ২০ মে ২০২০

এসএসসির ফল ঈদের পরেই

স্টাফ রিপোর্টার ॥ ঈদের আগে নয়, পরেই প্রকাশ হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। ছুটির মধ্যেও কাজ শেষ করে ঈদের আগে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও ঈদের পরপরই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এদিকে করোনার কারণে জনসমাগম এড়িয়ে ভিন্ন প্রেক্ষাপটে ফল প্রকাশের জন্য প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে মোবাইল অপারেটরগুলো। এর আগে গত সপ্তাহে এক বৈঠকে ঈদের আগেই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। তবে করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে এ পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বোর্ডগুলো। তবে ঈদের আগে ফল প্রকাশ করা হচ্ছে না বলে মঙ্গলবার বিকেলে জনকণ্ঠকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, কাজ প্রায় শেষ। হবে ঈদের জন্য যে সময় আছে তাতে ফল প্রকাশ ঈদের পরে ছাড়া সম্ভব হবেনা। এখানও সময় ঠিক হয়নি হবে ঈদের পরপরই ফল প্রকাশ করা হবে। সময় নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে।
×