ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২০:৩৭, ১৮ মে ২০২০

টুকরো খবর

বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদাদাতা, রাঙ্গুনিয়া ॥ ১৭ মে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা উপর পাড়া গ্রামের এক গৃহবধূ হাতির আক্রমণে মারা গেছেন। তার নাম উনু মার্মা (৪০)। তার স্বামীর নাম মংথোয়াই মার্মা। রবিবার সকাল ৯টার দিকে রাইখালী ইউনিয়নের হাতিমারা জঙ্গলে বন্যহাতির আক্রমণের এ ঘটনা ঘটে। এক মার্কেটসহ ১৩ বিপণিবিতানে সিলগালা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ মার্কেটসহ ১৩ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় শহরের মধ্য বাজারের তৈরি পোশাকের মার্কেট জনতা মার্কেট, কাশেম প্লাজায় তৈরি পোশাকের দোকান মোজাহিদ ফ্যাশন, শরিফ ফ্যাশন, ভাই ভাই ফ্যাশন, ঢাকা ফ্যাশন, টপ কালেকশন, দ্য ফ্যাশন, মা কালেকশন, রামিম ফ্যাশন, গাউছে পাক বস্ত্রালয়, রামিম ফ্যাশন, পশ্চিম বাজারের নূর কালেকশন এ্যান্ড ওরনা হাউস, জি এম টেইলার্স, বি-বাড়িয়া ফ্যাশন ও জুতার দোকান পরান সুজকে সিলগালা করে দেয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকান্ডে রোহিঙ্গাদের শতাধিক কক্ষ ভস্মীভূত হয়েছে। রবিবার মধ্য রাতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) মোঃ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এনেছে। মাঠ দিবস স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অস-বাংলা এ্যাগ্রো আয়োজিত পতিরাজপুরে মাঠ দিবস পালন করা হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা জাহিরুল ইসলাম। উপ-সহকারী কৃষি অফিসার মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক টিএ পান্না, উপ-পরিচালক পলাশ চন্দ্র সাহা, আলিউজ্জামান, কবীর আহমেদ, কামাল উদ্দিন শেখ, চাইনুল সরদার, হাবিবুর আলম প্রমুখ।
×