ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেই ‘১০’ নম্বর জার্সি দান করলেন ম্যারাডোনা

প্রকাশিত: ২২:১৫, ১১ মে ২০২০

সেই ‘১০’ নম্বর জার্সি দান করলেন ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই যুদ্ধ ঘোষণা করেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনাও সাধ্যমতো লড়াই করছেন। অন্য সবার মতো তিনিও এগিয়ে এসেছেন অসহায়দের পাশে। এরই অংশ হিসেবে জন্মভূমি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ক্ষতিগ্রস্তদের সাহায্যে মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপের বিখ্যাত সেই ‘১০’ নম্বর জার্সি দান করেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার করোনা পরিস্থিতি বেশ নাজুক। বিশেষ করে বুয়েন্স আয়ার্সের একটি জায়গা ভাইরাস সংক্রমণে ভীষণ খারাপ অবস্থায়। আক্রান্ত ও আক্রান্তের কাছাকাছি যাওয়া প্রচুর মানুষ সেখানে গৃহবন্দী। তাদের সাহায্য করতেই প্রথমে ম্যারাডোনার দান করা জার্সি নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু পরে লটারি করে তা দান করা হয় আক্রান্তদের পাশে থাকা মানুষদের। যারা অসহায় মানুষদের দিয়েছেন ফেস মাস্ক ও ১০০ কিলোগ্রাম খাবার। ম্যারাডোনা দান করা জার্সিতে লিখেছেন, ‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’ স্থানীয় বাসিন্দা মার্টা গুটিরেস এ বিষয়ে বলেন, আমাদের কত বড় উপকার হয়েছে তা কল্পনাও করতে পারবেন না ম্যারাডোনা। এই দান অমূল্য। যতদিন বেঁচে থাকব ততদিন এই দান মনে রাখব। কারণ ম্যারাডোনা আমাদের কাছে নিছকই একজন ফুটবলার নন, দেবতার মতো। যে ব্যক্তি তার তারকাসুলভ ইমেজের বাইরেও সমাজের মানুষকে নিয়ে ভাবেন; তাদের পাশে থাকেন। সপ্তাহ দুই আগে ম্যারাডোনা আশা করে বলেছিলেন, দ্বিতীয় ‘হ্যান্ড অব গড’ এসে দূর করে দেবে করোনাভাইরাস। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বলেছিলেন, এখন সেই হ্যান্ড অব গড যদি করোনা দূর করে দিত। তাহলে মানুষ সুস্থ ও সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমাদের সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে। কেউ আমাদের শত্রু নয়, কেউ শক্তিশালী নয়। এমনকি শক্তিশালী হলেও এই ভাইরাস আক্রমণ করে বসতে পারে। আশা করি সবার জন্য ভাল কিছুই হবে। আর্জেন্টাইন কিংবদন্তি ১৯৮৬ বিশ্বকাপে যা করেছেন সেটা রীতিমতো অবিশ্বাস্য। একপ্রকার একাই দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। সেই পথে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বিখ্যাত হয়ে আছে। ওই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লাফিয়ে উঠে হেডে গোল করেছিলেন ম্যারাডোনা। অফিসিয়াল স্কোরকার্ডে লেখা আছে হেড দিয়েই গোল করেছিলেন ফুটবল জাদুকর। কিন্তু সত্যটা হলো, বল এতটাই উঁচুতে ছিল যে মাথা দিয়ে তা ছোঁয়ার সাধ্য ছিল না। তাই লাফিয়ে ওঠার পর হাত দিয়ে বল জালে জড়িয়ে দেন। ইংলিশ গোলরক্ষক সঙ্গে সঙ্গে বুঝে ছিলেন বিষয়টি। কিন্তু ধরতে পারেননি রেফারি। অনেকের মতে এটা ইতিহাসের নিকৃষ্টতম চুরি। কিন্তু ম্যারাডোনা বলেছিলেন, এটা তার হাত নয়, বরং স্বয়ং ঈশ্বরের হাত ছিল। তার এ কথার পর থেকে হাত দিয়ে করা গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে বিখ্যাত হয়ে গেছে।
×