ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

অনলাইনে থিয়েটার প্রশিক্ষণ শুরু করে নাট্য সংগঠন ‘বটতলা’

প্রকাশিত: ২১:৪৪, ৪ মে ২০২০

অনলাইনে থিয়েটার প্রশিক্ষণ শুরু করে নাট্য সংগঠন ‘বটতলা’

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চে আলো জ্বলছে না। সিনেমা হল বন্ধ। নেই চলচ্চিত্র বা নাটকের কোন শূটিং। প্রাণঘাতী করোনা মানুষের পাশাপাশি যেন গিলে খেতে বসেছে সাংস্কৃতিক অঙ্গন। বিশ্বজুড়ে মানুষ আজ এক দুর্যোগের মুখোমুখি। এর মূলে রয়েছে নোভেল করোনাভাইরাস নামক দানব। ঘরবন্দী হয়ে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকারা। মঞ্চ যাদের ধ্যান-জ্ঞান; সেই মঞ্চের নাট্যকর্মীরাও এখন গৃহবন্দী। শিল্পকলা প্রাঙ্গণে যেন হাজার বছরের স্তব্ধতা। এ থমকে যাওয়া সময়ও থেমে নেই মঞ্চের মানুষ। এই ঘরবন্দী সময়টাকে কাজে লাগানোর জন্য থিয়েটার দল বটতলা রবিবার থেকে শুরু করল অনলাইনভিত্তিক থিয়েটার ক্লাস। দলের স্কুল এ্যাক্টরস স্টুডিও’র মাধ্যমে অনলাইনভিত্তিক দুই ঘণ্টার থিয়েটার ক্লাস বটতলার ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার হবে প্রতি রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। BotTala- a performance space এই পেজ থেকে লাইভ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। (লিংক- https://www. facebook. com/BotTala-a-performance-space-858035080903865/ ) রবিবার ‘থিয়েটারে শরীরী ভাষা’ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেন পারভীন সুলতানা কলি, ‘কণ্ঠস্বর ও উচ্চারণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। সব শেষে ‘অভিনেতার চরিত্র নির্মাণের গল্প’ বিষয়ের ওপর আলোচনা করেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন। মোহাম্মদ শাহাদাৎ হোসেন তার আলোচনায় বলেন, খুব একটা যে ফরমাল ক্লাস নিচ্ছি বিষয়টা এরকম না। একজন অভিনেতার চরিত্র নির্মাণের প্রশিক্ষণ থেকে একটা চরিত্র নির্মাণ হয়। ওটি আসলে পুরোপুরি না। তিনি তার অভিনীত ‘দ্য কমুনিকেটর’ নাটকের যে চরিত্রটা নির্মাণ করেছিলেন, ওই নির্মাণের পেছনের গল্পটা বলেন। এতে উঠে এসেছে কেমন করে তিনি চরিত্রটা নির্মাণ করেছেন। তিনি বলেন, নাটকটির একটা ক্যারেক্টর ছিল না, কমুনিকেটর হয়ে কিছু টেক্স কমুনিকেট করেছে দর্শককে। ওর ভেতর আরও অনেক ছোট ছোট চরিত্র চলে এসেছে। সেই চরিত্রগুলো কিভাবে নির্মাণ করেছি। পেছনকার গল্পের পাশাপাশি একজন অভিনেতার নিজস্ব কিছু গল্প এগুলো আলোচনায় উঠে এসেছে। কমুনিকেটরের চরিত্র নির্মাণের পাশাপাশি তার জীবনে তৈরি করা আরও কিছু চরিত্র নিয়ে আলোচনা করেন।
×