ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকাশ চোপড়ার টি২০ একাদশে সাকিব

প্রকাশিত: ২৩:৩১, ৩ মে ২০২০

আকাশ চোপড়ার টি২০ একাদশে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগে ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর বিশে^র সেরা টি২০ একাদশ গড়েছিলেন নিজের পছন্দ অনুসারে। সেই একাদশ থেকে বর্তমানে ভারতের অন্যতম দুই ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মাকে বাদ রেখেছিলেন তিনি। তবে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ওয়াসিমের স্বদেশী আরেক সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়াও তার পছন্দের সেরা টি২০ একাদশ গড়েছেন। তিনিও ওয়াসিমের পদাঙ্ক অনুসরণ করে কোহলি-রোহিতকে বাদ রেখেই টি২০ ক্রিকেটের সেরা বিশ^ একাদশ গড়েছেন। সেখানে ঠিকই আছেন সাকিব। ম্যাচ ফিক্সিংয়ের একাধিক প্রস্তাব পেয়েও তাতে রাজি হননি সাকিব। আবার আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (এসিইউ) কাছে তা নিয়ম অনুসারে না জানানোয় তথ্য গোপনের অভিযোগে এই মুহূর্তে দুই বছরের জন্য (১ বছর স্থগিত) সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। কিন্তু তার যে কীর্তি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, তা অস্বীকার করে এড়িয়ে যাওয়ার উপায় নেই। একটা সময় তিন ফরমেটের ক্রিকেটেই আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বিশ^সেরা ছিলেন তিনি। এখন পর্যন্ত সেই রেকর্ড স্পর্শ করতে পারেনি বিশে^র আর কোন ক্রিকেটার। তাই নিষিদ্ধ সাকিবকেও ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটাররা তাদের পছন্দের বিশ^ একাদশ গড়তে গিয়ে রাখছেন পছন্দের তালিকায়। এবার ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও রেখেছেন তাকে টি২০ বিশ^ একাদশে। তিনি ৬ নম্বর পজিশন পেয়েছেন। তবে কোহলি, রোহিত তার দলেও জায়গা পাননি। একমাত্র ভারতীয় হিসেবে আছেন পেসার জাসপ্রিত বুমরাহ। স্পিন শক্তিতে ভরপুর দলটিতে নেপালের সন্দ্বীপ লামিচানে ও আফগানিস্তানের রশিদ খান আছেন। আর পেস বোলিংয়ে বুমরাহকে সঙ্গ দেবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে পেস-ব্যাটিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আকাশ চোপড়ার টি২০ একাদশ ॥ ডেভিড ওয়ার্নার, জস বাটলার, কলিন মুনরো, বাবর আজম, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।
×