ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০০:৫৪, ৩০ এপ্রিল ২০২০

বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে দুই শতাধিক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বুধবার পর্যন্ত পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। যার ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ত্রাণের দাবিতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া গণপরিবহনের দুই শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ গাজীপুরের দু’শতাধিক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বুধবার পর্যন্ত পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। জেলার দুই হাজার ৭২টি কারখানার অবশিষ্ট ১৮৩৪ কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুশান্ত সরকার জানান, গাজীপুর জেলায় দুই হাজার ৭২টি কারখানা রয়েছে। এগুলোর মধ্যে বুধবার সকাল পর্যন্ত বিজিএমইএ’র ৮৩০টির মধ্যে ৩৫১টি, বিকেএমইএ’র ১৩৮টির মধ্যে ৪১টি, বিটিএমইএ’র ১২২টির মধ্যে ৩৬টি এবং অন্যান্য ৯৮২টি কারখানার মধ্যে ২১০টি কারখানাসহ মোট ৬৩৮টি কারখানা খোলা হয়েছে। বুধবার পর্যন্ত জেলার এক হাজার ৮৩৪টি কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ২৩৮টি কারখানার শ্রমিক কর্মচারীদের পাওনাদি নানা অজুহাতে এ পর্যন্ত পরিশোধ করা হয়নি। তবে জেলায় এ পর্যন্ত কোন শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ত্রাণের দাবিতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া গণপরিবহনের দুই শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা ‘ত্রাণ দাও নইলে গণপরিবহন চালু কর’ এ ধরনের স্লোগানও দিতে থাকে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মহাসড়কের কারণে সড়কটির উভয়পাশের্^ যানজট সৃষ্টি হয়। আটকে যায় কয়েক শ’ পণ্যবাহী যানবাহন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় এলোপাথাড়িভাবে ট্রাক ও বাস রেখে বিক্ষোভ করতে থাকে। গণপরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাসের কারণে গত ৮ এপ্রিল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণার পর থেকেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। এই দীর্ঘদিন ধরে খাদ্য সঙ্কটে পড়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। ঢাকা ॥ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার সকালে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড নামের ধোলাই কারখানা ও ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এ ওয়ান বিডি সুয়েটার নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, মালিকপক্ষ তাদের নানা অজুহাতে ফেব্রুয়ারি ও মার্চ দু’মাসের বেতন দিতে পারেনি। কয়েকদিন যাবত তারা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের বেতনের জন্য দাবি করতে থাকে।
×