ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তে দেশে প্রথম বেসরকারী পরীক্ষাগার উদ্বোধন

প্রকাশিত: ২২:২৫, ২৯ এপ্রিল ২০২০

করোনা শনাক্তে দেশে প্রথম বেসরকারী পরীক্ষাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ করোনাভাইরাস শনাক্তে দেশে প্রথম বেসরকারী পরীক্ষাগার (করোনা ল্যাব) উদ্বোধন করা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গাজী গ্রুপের অর্থায়নে প্রতিষ্ঠিত এই বেসরকারী পরীক্ষাগারটি বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। পরীক্ষাগারটি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বেস্টওয়ে সিটির নির্মাণাধীন একটি ভবনে স্থাপন করা হয়েছে। কনফারেন্সে থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর আব্দুল আলীম, ইউএসবাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাছুম, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
×