ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ৩৮৭ ডাক্তার করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ এপ্রিল ২০২০

দেশে ৩৮৭ ডাক্তার করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ দেশে ৩৮৭ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৩১৭ চিকিৎসক। তার মধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। ডাঃ মোঃ মঈন উদ্দিন নামে চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। সোমবার ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) কর্মকর্তা ডাঃ শাহেদ ইমরান জানান, ঢাকায় ৩১৭ জন, বরিশালে নয়জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে পাঁচজন, খুলনায় ১০ জন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে ২৮ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৫০০ শতাধিক স্বাস্থ্যকর্মী। উল্লেখ্য, এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩। এর মধ্যে মারা গেছে ১৫২ জন।
×