ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঘুচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত, চলবে এপ্রিলজুড়ে

প্রকাশিত: ২২:০০, ২৭ এপ্রিল ২০২০

 লঘুচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত, চলবে এপ্রিলজুড়ে

স্টাফ রিপোর্টার ॥ সাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজধানী ঢাকাতেও রবিবার দুপুর থেকে থেমে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিলের বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময়ে তাপমাত্রা আরও কম থাকবে। ফলে রোজাদারদের জন্য বয়ে আনবে স্বস্তি। তারা জানায়, মে মাসের প্রথমদিকে ব্রষ্টির প্রবণতা কমে তাপমাত্রা আবার বেড়ে যাবে। আবহাওয়া অফিস বলছে, সাগরে লঘুচাপ বিরাজ করছে। এছাড়াও এই বৈশাখে সারাদেশে ‘স্বাভাবিক’ নিয়মেই বৃষ্টিপাত হচ্ছে। প্রি-মনসুন আবহাওয়ার কারণেই অতি সঞ্চালনশীল মেঘমালার আধিক্য। সে কারণে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি। আবহাওয়াবিদ উমর ফারুক জনকণ্ঠকে বলেন, এপ্রিলের বাকি দিনগুলোতে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মে মাসের প্রথম দিকে গিয়ে দেশের তাপমাত্রা আবার বাড়বে। তিনি বলেন, এপ্রিলের বাকি কয়েকদিনে দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। এদিকে রমজানের শুরুতে এই বৃষ্টিপাত রোজাদারদের জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে। তারা বলছেন, বৈশাখের এই সময়ে প্রকৃতিতে রুক্ষভাব থাকার কথা ছিল। গ্রীষ্মের দাবদাহে রোজা রাখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। তবে প্রথম রমজানে থেকে ঝরছে অঝোর ধারা। শীত শীত অনুভূতিতে মোটামুটি ভালই কাটছে রোজা। এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহ সারাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। কিন্তু এরপর প্রকৃতির রূপ বদলাচ্ছে। তবে কয়েক দিন ধরে কালবৈশাখীর সঙ্গে বেশ ভারি বৃষ্টি হয়েছে। এ মাসের বাকি দিনও এমনই আচরণ করবে প্রকৃতি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর কারণ সম্পর্কে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল মাসের মাঝামাঝি উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বেশ গরম পড়েছিল। সেখানে তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস বা তার কাছাকাছি ছিল। এ সময় থেকে এখন পর্যন্ত বাতাসে বা বায়ুমণ্ডলের নিম্ন স্তরে প্রচুর জলীয় বাষ্পের জোগান আসছে সাগর থেকে। অন্যদিকে উত্তর ও মধ্যাঞ্চলে তাপীয় লঘুচাপ সৃষ্টি হচ্ছে। সাগর থেকে আসা জলীয় বাষ্প তাপীয় লঘুচাপের কারণে ওপরে উঠে যাচ্ছে। সেখান থেকে মেঘ সৃষ্টি হচ্ছে। এই মেঘ যখন দক্ষিণ বা পূর্ব দিকে আকারে বড় হয়ে এগিয়ে যায়, সে সময় বাতাস বয়ে যায়। এর সঙ্গে ভারী বৃষ্টিও হয়। এখন এ ধরনের আবহাওয়া রয়েছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, এপ্রিলে শুরু থেকে ১৫ তারিখ পর্যন্ত সারাদেশে বৃষ্টি হয়নি বললেই চলে। এখন সেই শূন্যতা পূরণ হচ্ছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এভাবেই কালবৈশাখীসহ থেমে থেমে ভারি বৃষ্টি হবে।
×