ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে জনপ্রিয় হয়ে উঠেছে টেলি স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৯:১৮, ২২ এপ্রিল ২০২০

বরিশালে জনপ্রিয় হয়ে উঠেছে টেলি স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যার সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা করতে গিয়ে করোনা জীবাণু চিকিৎসকদের দেহে সংক্রমিত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে যে কোন রোগের সেবা দিতে গিয়ে চিকিৎসকরা পড়েছেন মহা দুশ্চিন্তায়। একইসঙ্গে অন্য রোগে আক্রান্ত ব্যক্তিরাও পড়েছেন মহাবিপাকে। এসব সমস্যা দূর করতে বরিশালে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। যাকে সহজ শব্দে অভিহিত করা হচ্ছে ‘টেলি স্বাস্থ্যসেবা’ নামে। বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ ও সাধারণ চিকিৎসকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এই স্বাস্থ্যসেবা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করলেই পাওয়া যাচ্ছে চিকিৎসকদের পরামর্শ। এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই পন্থায় সেবা দিচ্ছেন রোগীদের। এছাড়া বর্তমান সময়োপযোগী এই পরিষেবার প্রায় সম্পূর্ণটাই রোগীরা পাচ্ছেন বিনামূল্যে। সূত্রমতে, জেলায় সর্বপ্রথম টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমণ রুখতে গত ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়টি। বন্ধের সময়ে বিশ্ববিদ্যালয়ের যে কোন পর্যায়ের সদস্য যেন ঘরে বসে জরুরী স্বাস্থ্যসেবা পেতে পারে এ জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ কার্যক্রমের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের অনেকেই নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করে সেবা নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে ববি’র উপাচার্য ড. ছাদেকুল আরেফিন জানান, প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলে আমাদের একজন ডাক্তার রোগীদের পরামর্শ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সদস্যদের জন্য এ কার্যক্রম শুরু হলেও বাইরে থেকেও অনেকে যোগাযোগ করছেন। টঙ্গীতে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২১ এপ্রিল ॥ এরশাদনগরে মঙ্গলবার বিকেলে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন হয়েছে। এ ঘটনায় ছোটভাই রবিউল ইসলাম রবিকে (১৬) আটক করেছে পুলিশ। নিহতের নাম ওমর ফারুক (৩৫)। পিতার নাম সোনা মোল্লা। এরশাদনগরের ৫ নম্বর ব্লকে তাদের বাসা। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার বিকেলে দুই ভাই ফারকি ও রবির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই রবিউল ছোরা দিয়ে বড়ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। টঙ্গী থানা পুলিশের এসআই আজাবর হোসেন জানান, রবিউল মাদকাসক্ত ছিল।
×