ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৪৬, ২১ এপ্রিল ২০২০

টুকরো খবর

বিএসএফের গুলিতে আহত স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বিএসএফের গুলিতে আহত শীমন চন্দ্র রায় (১৬) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সে সদর উপজেলার সিংরোড সীমান্ত লাগোয়া প্রধানপাড়া সীমান্তবর্তী প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। সে স্কুলছাত্র বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার দুপুরে সীমান্ত লাগোয়া জমিতে হালচাষ দিতে গেলে ভারতের টেলপোস্ট বিএসএফ ফাঁড়ির সশস্ত্র টহলদল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে মারা যায়। ২৫ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে মাদক বিক্রিকালে ছবি তোলায় এক সংবাদকর্মীকে অমানুষিক নির্যাতন করে ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অক্ত অক্ত প২৫ কর্মকর্তা ও কর্মচারীকে বরিশাল কার্যালয় থেকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি জানান, প্রথমে বদলি করা হয় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অসের অক্ত পএএএম হারহমানকে। গত শতিনি অসে থাকাকালীন তার অকর্মচারীরা শতা ক্রেতা জমায়েত করে মাদক বিক্র কর। এ সময় ছবি তোলায় একজন টিচ্যানেলের ক্যামেরাপার্সনকে নির্মমভাবে প্রহার করে ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে র‌্যাব ও পুশের সমন্বয়ে একজন ম্যাস্ট্রেটের নেতৃত্বে মোবাইলঘটনাস্থল থেকে বিপুল পণ মদ আটক করে। তখন অতিরিক্ত পরিচালককে অসেই পাওয়া যায়। এ কারণে সর্বপ্রথম অক্ত অতিক্ত পরিচালক হারহমানকে বদলি করা হয়। এর কিছুক্ষণ পরই মহাপকের পক্ষে উপ-পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষএক পত্রে জেলার ২৪ কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে বদলি করা হয়। অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২০ এপ্রিল ॥ নানিয়ারচর উপজেলায় অস্ত্রসহ অনল চাকমা ওরফে তাকলু (৩০) নামে এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার ভোরে উপজেলার খুল্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খুল্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক তাকলু চাকমা শান্তিচুক্তিবিরোধী আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউপিডিএফের (প্রসীত বিকাশ গ্রুপ) সশস্ত্র গ্রুপের সদস্য এবং উপজেলার খুল্যানপাড়ার শান্তিয়া চাকমার ছেলে বলে জানা গেছে। যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে জান্নাতুল নাঈম রিতু (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে মারত্মক জখম করেছে স্বামী দেবর ও শাশুড়ি। সোমবার সকালে সুলতানপুর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধুকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। জানা গেছে, প্রায় চার বছর পূর্বে শ্যামনগর উপজেলার পশ্চিম মাহমুদপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিকের সাথে বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোটবাহিরদিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের কন্যা জান্নাতুল নাঈমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিভিন্ন অজুহাত দিয়ে তার পিতার কাছ থেকে যৌতুক হিসেবে প্রায় ১২ লাখ টাকা আদায় করে। সম্প্রতি সে আরও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তার স্বামী আবু বকর সিদ্দিক দেবর রুহুল কুদ্দুস ও শ্বাশুড়ি আছিয়া খাতুন মিলে রিতুকে বেধড়ক মারপিট করে আহত করে।
×