ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্দি জ্বর শ্বাসকষ্টে আরও ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৫, ২০ এপ্রিল ২০২০

   সর্দি জ্বর শ্বাসকষ্টে আরও ৯ জনের  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ৭০ বছরের এক বৃদ্ধ, গাইবান্দার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দু’ব্যক্তি, শেবাচিম হাসপাতালে পিরোজপুর জেলার তিন রোগী খুমেক হাসপাতালের ফ্লু কর্নারে আইসোলেশন ইউনিটে ভর্তি মাসুমা বেগম (৪৫) নামে এক নারী। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৪০ বছর বয়সী এক ব্যক্তি এবং খাগড়াছড়িতে এক গার্মেন্টস শ্রমিক। -খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। বগুড়া ॥ বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায়, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধ শনিবার রাতে মারা গেছে। উপজেলা প্রশাসন রবিবার সকালে ওই বৃদ্ধের ঘরসহ আশেপাশের ১০টি দোকান ও বাড়ি লকডাউন করেছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ওই বৃদ্ধ পরিবার থেকে বাইরে একটি ঘরে একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে দিনে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সূত্র জানায়, তার জ্বর সর্দিও ছিল। রাত ১১টার দিকে তিনি তার ঘরে মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে। রবিবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের ঘরের আশপাশের ১০ দোকানসহ বাড়ি লকডাউন করেন। গাইবান্ধা ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা রবিবার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নিজ বাড়িতে জ¦র, শ^াসকষ্ট, গলাব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। অপরদিকে সদর উপজেলা গিদারী ইউনিয়নের এক কৃষক করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছে। গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। তিনি আরও জানান, একটি বিশেষায়িত টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে লাশ দাফন করে। বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। যাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। এর আগে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। পিরোজপুর ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। রবিবার সকালে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর সিকদার নামের এ ব্যক্তি মারা যায়। জাহাঙ্গীর সিকদার (৩২) মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের আ মজিদ সিকদারের পুত্র। এ বিষয়ে মঠবাড়িয়া থানার এস আই মোঃ জাহিদ হাসান জানান, মরদহে উদ্ধারের পরে মৃত ব্যক্তির জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে এবং তার বসবাসের বাড়িটি লকডাউন করা হয়েছে। খুলনা ॥ জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ফ্লু কর্নারের আইসোলেশন ইউনিটে ভর্তি এক নারী রবিবার দুপুর ১টার দিকে মারা গেছেন। মৃতের নাম মাসুমা বেগম (৪৫)। তার বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগরে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্স ফিজিশিয়ান (মেডিসিন) ও করোনা আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ^াস জানান, শনিবার রাত ১০টার দিকে পিরোজপুর থেকে মাসুমা বেগম নামের ওই নারীকে তার স্বজনেরা খুলনা মেডিক্যালের ফ্লু কর্নারে নিয়ে আসে। তার জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্ট থাকায় তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাট বালিগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালিয়েছে দুই সঙ্গী। পরে ওই রোগী মারা যায় উপস্বাস্থ্য কেন্দ্রে। শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ায় ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য মৃতের সোয়াব সংগ্রহ করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ওই উপস্বাস্থ্য কমপ্লেক্সে এক অজ্ঞাত রোগীকে (৪০) নিয়ে আসেন দুই ব্যক্তি। এই সময় ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে ওই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু ওই অসুস্থ ব্যক্তির শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসা না দিয়ে দুই সঙ্গীকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ভ্যান আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে গেলে কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে থাকা চট্টগ্রাম ফেরত ২৩ বছর বয়সী এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি প্রকল্পপাড়া এলাকার একে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ¤্রে মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
×