ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছুটি ও বেতন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:১৯, ১৩ এপ্রিল ২০২০

ছুটি ও বেতন দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১২ এপ্রিল ॥ করোনাভাইরাসের মরণ কামড় থেকে বাঁচতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৩ চা বাগানে ছুটিসহ বেতনের দাবিতে এক যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দেশের সকল চা বাগানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তাদের দাবি প্রতিটি চা বাগানের শ্রমিকদের বেতন ভাতা দিয়ে সরকারী অন্যান্য বিভাগের মতো ছুটি দিতে হবে। কারণ, চা বাগানগুলোতে ঘনবসতি থাকায় করোনা আক্রান্ত হলে নিমিষেই হাজার হাজার চা শ্রমিক আক্রান্ত হয়ে মারা যাবে। দুপুরে আলীনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন চা শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, চা শ্রমিক নেতা সীতারাম বীনসহ অন্যরা।
×